গর্জে ওঠে বীর চট্টলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গর্জে ওঠেছিল বীর চট্টলা। জুনের শুরু থেকে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় গণ-আন্দোলনে। পরে তা গণ-অভ্যুত্থানে পরিণত হয়। পতন হয় জালিম শেখ হাসিনার। অবসান হয় তার সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের। এ আন্দোলনে শাহাদাত বরণ করেছেন ১১ জন শিক্ষার্থী। আহত হয়েছিলেন শত শত ছাত্র-জনতা। অনেকেই জীবনের তরে চোখ হারিয়েছেন। পঙ্গুত্ব বরণ করেছেন কেউ কেউ। আন্দোলন...