সিলেটের কয়েকটি মসজিদ
আয়তনে খুবই ছোট একটি মসজিদ। মাত্র ৭ জন মুসল্লি একত্রে নামাজ পড়তে পারেন এ মসজিদে। শুনে চমকিত হবেন অনেকেই। স্থানীয়দের ধারণা, এটিই পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ। সেই মসজিদটি সিলেটের গোয়াইনঘাট সদর ইউনিয়নের হাইডর কালাইউরা গ্রামে অবস্থিত। এর আকার সাত ফুট বাই সাত ফুট, যার ভিতরে নামাজ পড়তে পারেন সাত জন মুসল্লি। মসজিদটি কখন প্রতিষ্ঠিত, জানে না কেউ। এলাকার মুরব্বি ফরিদ...