স্মৃতি রোদ
আমি কি দেখিনি সময়ের পিঠে চড়ে সময় পরিবর্তন পুরোনো পথ বিলীন এখন নতুন এই পীচঢালা পথে পথে নদীপারে বাজার পালতোলা নৌকা আমার প্রিয় সুরমা নদীর কলতানস্রেতের ঢেউ গুনছি সুখের ঢেউয়ে নদীর চর যেন এক মুগ্ধতার ঝিনুক চর বদলে সুখ তরঙ্গে উড়ে গাংচিল।
হেমন্তের রঙে ডিসেম্বরের স্মৃতি রোদ উজ্জ্বল প্রেম: স্মৃতিগন্ধা স্রেতের গল্প সবুজ পতাকার ছাপ জলের ছায়ায় মুগ্ধতার এ ছবি মনের...