আর্জেন্টিনা দল থেকে মেসি-দিবালার পর ছিটকে গেলেন মার্তিনেসও
২০ মার্চ ২০২৫, ০১:২০ পিএম | আপডেট: ২০ মার্চ ২০২৫, ০১:২০ পিএম

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর সত্যি করে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচের দল থেকে এবার ছিটকে গেলেন লাউতারো মার্তিনেস। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিপক্ষে খেলতে পারবেন না এই স্ট্রাইকার।
শঙ্কা ছিল কেবল উরুগুয়ে ম্যাচে মার্তিনেসের খেলা নিয়ে। কিন্তু বুধবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিবৃতি নিয়ে জানায়, উরুগুয়ে তো বটেই, ব্রাজিলের বিপক্ষেও খেলতে পারবেন না ইন্টার মিলানের এই ফরোয়ার্ড।
গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো ফিরতি লেগে ফেইনুর্ডের বিপক্ষে ইন্টারের জয়ের ম্যাচে মাংসপেশিতে চোটের কারণে বেঞ্চে বসে ছিলেন মার্তিনেজ। গত রোববার সিরি ‘আ’তে আতালান্তার ২-০ গোলে ইন্টারের জয়ে গোলও করেন। এরপর আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে যোগ দিলেও চোটের কারণে সরে দাঁড়াতে হলো ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারকে।
এর আগে আক্রমণভাগের দুই তারকা লিওনেল মেসি ও পাওলো দিবালাকে কারানোর খবর দিয়েছিল এএফএ।
এই তিনজন ছাড়াও প্রাথমিক দল থেকে আরও ছিটকে গেছেন গনসালো মন্তিয়েল ও জিওভানি লো সেলসো। এছাড়া চোটের জন্য আগে থেকে নেই ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।
আক্রমণভাগ সাজাতে তাই হিমশিম খেতে হবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে। আতলেতিকো মাদ্রিদ তারকা হুলিয়ান আলভারেজের ম্যাচের শুরু থেকে খেলার সম্ভাবনা বেশি। মার্তিনেজের জায়গায় দেখা যেতে পারে আতলেতিকোর আরেক ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনেকে। নিকোলাস গঞ্জালেস, নিকো পাজ ও থিয়াগো আলমাদাও ভালো বিকল্প হয়ে উঠতে পারেন স্কালোনির।
বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে উরুগুয়ের মাঠে খেলবে আর্জেন্টিনা। আগামী বুধবার বিশ্বকাপ ও কোপা আমেরিকার শিরোপাধারীরা ঘরের মাঠে খেলবে চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলের বিপক্ষে।
১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে ব্রাজিল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

নিকলী খেলাফত মজলিসের আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

পুরো মাহে রমজান উপলক্ষে ফ্রি ইফতার বিতরণ

দিল্লিতে বিচারপতির বাংলো থেকে টাকা উদ্ধার নিয়ে নতুন নাটক

বিষক্রিয়ার আশঙ্কা, ভারতের বাজার থেকে সরানো হল কয়েক হাজার কাশির ওষুধ

আরও ২৯৫ ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে : সাঈদ সোহরাব

ইউটিউব দেখে নিজেই নিজের পেট কেটে ১১টা সেলাই যুবকের!

জমানো টাকার যাকাত প্রদান প্রসঙ্গে।

রাস্তা সংস্কার চাই

ইতিকাফের ফজিলত

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক

হয়রানিমূলক মামলা রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে

প্রশ্ন : আমার মা গত ২০১৭ সালে দীর্ঘ দিন কিডনি, ক্যান্সারসহ নানা জঠিল রোগে ভুগে আমার উপর বেশ রাগ, অভিমান নিয়ে মারা গেছেন। মা খুব অসহায় অবস্থায় মারা যান। বড় সন্তান হিসেবে তার প্রতি দায়িত্ব পালন করিনি। অনেক অবহেলা করেছি, রাগারাগি করেছি, তার চিকিৎসাও ঠিকমতো করিনি। আমি এখন খুব মর্মাহত, ক্ষমা পাওয়ার উপায় আছে কি?

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রাজনৈতিক দলগুলো কী বলছে?

মাহে রমজান : অর্জন-বর্জন ও ঈমান নবায়ন

রমজান : মুমিন হৃদয়ের বসন্ত

মহাকাশে হীরার গ্রহের সন্ধান, অবাক নাসার বিজ্ঞানীদের

রমজানের রোজা যেভাবে ফরজ হলো

অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে যাকাতের ভূমিকা

মূকাভিনয় দিবসে মূকনাট্য ‘ম্যাকবেথ’