মুলতানের ‘মহাসড়কে’ পিষ্ট পাকিস্তান
প্রথম দিনের খেলার পরই মুলতানের নিষ্প্রাণ উইকেটের সমালোচনায় মেতেছিলেন সাবেক ইংলিশ ক্রিকেটাররা। মাইকেল ভন এই মাঠের উইকেটের তুলনা টেনেছিলেন মহাসড়কের সঙ্গে। পাকিস্তান সাড়ে পাঁচশো ছাড়ানো পুঁজিতে ইংলিশ বোলাররা হতাশা টের পেয়েছেন বিস্তর। এবার সেই ‘মহাসড়কে’ জো রুট, বেন ডাকেট, হ্যারি ব্রæকদের ব্যাটে নাজেহাল অবস্থা স্বাগতিক পাকিস্তানিদেরও।পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে গতকাল তৃতীয় দিন শেষে শক্ত অবস্থানে ইংল্যান্ড। ৩ উইকেটে ৪৯১ রান...