স্টেডিয়ামের ড্রেসিংরুমেই ক্যাম্প!
রাজধানীর মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে বর্তমানে চলছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগের খেলা। এই লিগে সাতটি ক্লাব অংশ নিচ্ছে। তবে অবাক করা কা- হচ্ছে- মওলানা ভাসানী স্টেডিয়ামের ড্রেসিংরুমেই সাত ক্লাবের মেধ্য চারটি ক্যাম্প করা হয়েছে! যা দেখে হতবাক হকি সংশ্লিষ্টরা। এই স্টেডিয়ামের মাঠের এক পাশে রয়েছে চারটি ড্রেসিংরুম। ম্যাচ শুরুর আগে যেখানে খেলোয়াড়রা তাদের প্রয়োজনীয় পোশাকাদি বদল করেন...