শিক্ষাপ্রতিষ্ঠানে কোম্পানির গ্রামার বই নিষিদ্ধ করা হোক
দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতার জীবনে বাংলাদেশে যে সকল গাইড, নোট, গ্রামার (ইংরেজি, বাংলা) বই এবং টেস্ট পেপারস বের হয়ে থাকে তার খুব কম বই-ই আছে যেটা আমি পড়িনি। এই বইগুলোর মান একই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রাইমারি স্কুল, মাদ্রাসা এবং হাই স্কুলগুলোতে ডোনেশনের মাধ্যমে এক একটা কোম্পানির বই পাঠ্য করে এবং তাদের দেওয়া সিলেবাসের উপরে শ্রেণী কক্ষে পাঠদান এবং পরীক্ষায় ওই...