বইয়ের দ্যুতি ছড়াচ্ছে বাংলাদেশ রিডস
ইন্টারনেট সহজলভ্য হওয়ার আগে বিনোদন এবং সময় কাটানোর অন্যতম মাধ্যম ছিল বই। চারকোণা স্ক্রিনে আবদ্ধ যুবসমাজের মাঝে আগের সেই বই পড়ার প্রবণতা যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। যদিও বই একটি আবেগের নাম, একটি ভালোবাসার নাম। আর এই ভালোবাসাকে টিকিয়ে রাখতেই ‘বাংলাদেশ রিডস’ নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। তরুণ প্রজন্মকে বই পড়তে উৎসাহী করে তুলতে প্রকৃতির মাঝে বই পড়ার এক অন্যরকম কার্যক্রম...