চট্টগ্রামে এই দুঃসহ পানিবদ্ধতা কেন?
গত তিন-চার দিন বন্দরনগরী চট্টগ্রামের অধিকাংশ এলাকা পানিতে ডুবে আছে; কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। মানুষের বাসা-বাড়িতেও পানি। তাদের দুর্ভোগ-বিড়ম্বনার সীমা-পরিসীমা নেই। অঝোরে বৃষ্টিপাত এবং সাগরের জোয়ার এই দুঃসহ পানিবদ্ধতার কারণ। অবশ্য পানিবদ্ধতা চট্টগ্রাম শহরে নতুন কোনো অভিজ্ঞতা নয়। সাম্প্রতিক বছরগুলোতে এটা অনেকটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যানজট ও পানিবদ্ধতা চট্টগ্রামের প্রধান দুটি সমস্যা হলেও পানিবদ্ধতাই এক নম্বর সমস্যা...