বিপথগামী তারুণ্য জাতির জন্য অশনি সংকেত
একটি সমাজ ও রাষ্ট্রের সামনে এগিয়ে যাওয়ার বড় শক্তি হলো তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্মের জয়গান যুগে যুগে কবি-সাহিত্যিক বুদ্ধিজীবীরা গেয়েছেন। যেমন, কবি কাজী নজরুল ইসলাম তরুণদের উদ্দেশ্যে বলেছেন: ‘চল চল চল / ঊর্ধ্ব গগনে বাজে মাদল / নি¤œ উতলা ধরণী তল / অরুণ প্রাতের তরুণ দল / চল চল চল / ঊষার দুয়ারে হানি আঘাত / আমরা আনিব রাঙা প্রভাত...