সুলতান মাহমুদের ভারত অভিযান-৪
ওদিকে ঐতিহাসিকের বর্ণনায় এসেছে, সোমনাথে বিপুল সংখ্যক হিন্দু প্রতিরোধ যুদ্ধে শামিল হয়েছিল। তাদের উল্লেখযোগ্য অংশ নিহত হয়েছিল। হিন্দু বলে নয়, যোদ্ধা হিসেবেই তারা নিহত হয়েছিল। এর মধ্যে ধর্মীয় বিদ্বেষ আবিষ্কার করা অবান্তর। সুলতান মাহমুদ হিন্দু বিদ্বেষী ছিলেন না। স্যার ডব্লিউ হেইগের মতে, তার ধর্মনীতি ছিল সহিষ্ণুতার ওপর প্রতিষ্ঠিত। যদিও ইসলাম ধর্ম সম্পর্কে তার উৎসাহ যথেষ্ট ছিল, তথাপি তিনি এক বিরাট...