ফিরোজ শাহ তুঘলক : সুলতানী যুগের দ্য গ্রেট-৩
সেই চেষ্টা কেমন ছিলো, এর বিবরণী পাওয়া যাবে জিয়াউদ্দিন বারানী রচিত ‘তারিখ-ই-ফিরোজশাহী’, শামস-ই-সিরাজ রচিত ‘তারিখ-ই-ফিরোজশাহী’, সুলতানের আত্মজীবনী ‘ফুতুহাৎ-ই-ফিরোজশাহী’ এবং ‘আইন-ই-মহরু’ ও ‘সিরাত-ই-ফিরোজশাহী’ ইত্যাদি গ্রন্থে। এতে ফিরোজ শাহের বিভিন্ন পদক্ষেপ ও প্রকল্পের চিত্র পাওয়া যায়। বিশাল সাম্রাজ্যের কোথাও না কোথাও খরা, অনাবৃষ্টি, বন্যায় ফসলহানি লেগেই থাকতো। এর ফলে কৃষকদের ভুগতে হতো। এই ধারা এক অলঙ্ঘনীয় বাস্তবতায় পরিণত হয় বলতে গেলে। মুহম্মদ...