শায়খ নাসির উদ্দীন মাহমুদ চেরাগ-ই-দেহলভী-১
শায়খ নাসির উদ্দীন মাহমুদ নিজামী চিশতী (১২৭৪-১৩৩৭) মরমীকবি এবং চিশতী তরিকার এক বিখ্যাত সুফি সাধক। তাঁর ভক্ত-অনুসারীরা তাঁকে ‘রওশন চেরাগ-ই-দেহলভী’ বলে অবহিত করেন, যার অর্থ ‘দিল্লির আলোকিত বাতি।’ তিনি ছিলেন সুফি সাধক শায়খ নিজাম উদ্দীন আউলিয়ার শিষ্য এবং পরবর্তীকালে তাঁর উত্তরসূরি। শায়খ নিজাম উদ্দীন আউলিয়ার ধর্মপ্রচার ও মানবসেবার মিশনকে তিনি এগিয়ে নিয়ে গেছেন দূরদূরান্তে। তিনি ভারতীয় উপমহাদেশে তাঁর সময়ের একজন...