ভারতের সভ্যতায় মুসলমানদের অবদান
হযরত আমির খসরু একাধারে তুর্কি, আরবী ও ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারী ছিলেন। তার সংগীতের ক্ষেত্রে এর প্রতিফলন লক্ষ করা যায়। তৎকালীন ভারতীয় সংগীতের একাংশ ছিল গ্রিক প্রভাবিত। অন্যাংশ ছিল আরব ও ইরান প্রভাবিত। হযরত আমির খসরু এই দুটি ধারার সমন্বয় বিধান করে একটি স্বতন্ত্র মুসলিম ধারা প্রবর্তন করেন। ভারতীয় সংগীতের ক্ষেত্রে এটা একটি বড় ধরনের অগ্রগতি ও অর্জন। হযরত আমির...