নতুন ধারার মানচিত্র
সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে পৃথিবী। আধুনিকতার নতুন ছন্দে অসংখ্য মানুষ যাপন করছে জীবন। ধীরে ধীরে সভ্যতা, ইতিহাস, ভূগোল সাহিত্য সংস্কৃতিসহ মানবজীবনের যাবতীয় বিষয়ের ধারা পরিবর্তন, বিয়োজন, পরিবর্ধন হয়ে আসছে। পুরোনো গতানুগতিক ক্রমধারা ডিঙিয়ে মানুষ এখন দিনদিন নতুনত্বের ছোঁয়ায় নিজেকে রাঙিয়ে তুলছে। যা মানুষের আত্মিক, মানষিক সহজাত প্রবৃত্তির সিফাত।
সেই প্রাচীন আমল থেকে আজ পর্যন্ত মানুষের মাঝে সাহিত্যের চর্চার ধারা চলে...