গেরস্তালির ভার
একজন কবি কত আর ধনবান! সংসার তার মরু-ধূলিএকটি সন্তান জন্মদান মানে একটি মুখের বৃদ্ধিভরণপোষণ খরচ।পৃথিবীতে নিয়ে এলাম আমি নবপ্রাণ, কঠিন প্রসব যন্ত্রণা শেষেযেন জরায়ুর মুখ ফেটে নিজেকে নিজেই বের করলামএক গোপন উজ্জ্বল জলাধার থেকে।তারপর কতো পরিচর্যা! যেন এক রুটিন মাফিক কাজঅবহেলা যেখানে পারে না দাঁড়াতে।আমি তো ছিলাম একদা এক ছন্নছাড়া মেয়েযে যেখানে সেখানে ছুটে যায় বিনা ভাবনায়।কিন্তু এ সংসার শিকল...