আবদুল মান্নান সৈয়দ : অন্তর্দর্শী সাহিত্য স্রষ্টা
‘আমি টোটাল আনপ্রেডিকটেবল একটা চরিত্র। আমি যদি খুন করি তাতেও অবাক হবেন না। ফকির-সন্ন্যাসীও হয়ে যেতে পারি, এমনকি আমি কিন্তু ধর্ম প্রচারেও নামতে পারি। আমার যে অন্তর সন্ধান তার কোনো শেষ নেই। লেখাটেখা এগুলো কোনো ব্যাপার না। আমার শেষ কথা, আমি একজন আর্টিস্ট। আমার অস্ত্র আমার শব্দ। তার মধ্যে স্বপ্ন, বাস্তবতা সবই মেশে।’ কোনো এক সাক্ষাৎকারে তাঁর নিজের সম্পর্কিত গুরুত্বপূর্ণ...