বাঙালির বর্ষাগাথা
গ্রীষ্ম নিঃশেষ জাগছে আশ্বাস।লাগছে গায়কার গৈরি নিঃশ্বাস। চিত্ত নন্দন দৈবী চন্দনঝরছে, বিশ্বের ভাসছে দিগপাশ।ছন্দের যাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত যখন ঠিক এইভাবে ছন্দের হিন্দোলে বর্ষা বন্দনা করেন তখন মনে হয় সত্যিই বর্ষা স্নিগ্ধ সজল মায়াভরা প্রকৃতি তবে মল পায়ের রূপসী নারী। গ্রীষ্মের প্রচ- তাপদাহে মানুষ, গাছপালা, জীবজন্তু, পশুপাখি যখন হাপিত্যেশে ভুগতে থাকে, জনজীবন হয়ে পড়ে অসহ্য- অস্থির, তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যেতে...