চিন্তাসূত্রে ঈদ
শ্বাসতন্ত্রের জটিলতায় নাভিশ্বাস পাল্টে গেছে জীবনের ব্যাকরণ অতীত বর্তমানের অনবরত যুদ্ধ পরাস্ত নীতির গোরে অগ্নিশ্বাস।বর্ষপঞ্জির সিয়াম এলোমেলো কাব্যে খুশির বার্তায় স্পষ্ট আতঙ্কের ছাপচাহিদা পত্রে সংযুক্ত আধুনিক অংকচিন্তাসূত্রের শিরায় জমাট বাঁধে রক্ত!কাছাকাছি পাশাপাশি তব্ওু শূন্যতাধর্মের অবস্থানে দাঁড়িয়ে আছে পূর্ণতা হতাশা কাটিয়ে ফিরে আসুক ঈদযন্ত্রণা মুছে সবার হোক শান্তির নিদ।