কবিতা যখন শরীর খোঁজে
কবিতা হোক বা মানুষ সবটাই সাজানোর দায়িত্ব থাকে স্রষ্টার ওপর। বসন ভূষণ ছাড়া বাহ্যিক আবরণ খুঁজে বের করা কঠিন, পোশাকেই সৌন্দর্য তাৎক্ষণিক তবুও একই রাস্তায় অযথা যানজট। পোশাক জরুরি কিন্তু তা স্বাভাবিক ও শোভনীয় হওয়া চাই। ব্যক্তিগত পছন্দের বিষয়টা অবশ্য আলাদা। বক্তব্য বিষয়ের সঙ্গে পোশাকি আবরণ ব্যক্তিগত পছন্দের সঙ্গে সাহিত্যের যাত্রাপথ বিষয়টা একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। প্রশ্ন থেকেই যায় তাহলে...