হুমায়ুন আহমেদের উপন্যাস
আমি কান পেতে শুনি।বাতাসে জাম গাছের পাতার সর সর শব্দ হয়।সব মিলিয়ে হৃদয় হা হা করে উঠে।আদিগন্ত বিস্তৃত শূন্যতায় কী বিপুল বিষণ্ণতাই না অনুভব করি।জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে।একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবছি। (শঙ্খনীল কারাগার)
প্রয়াত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ বাংলা কথাসাহিত্যের ভুবনে এক প্রবাদ পুরুষ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। কিন্তু সাহিত্য -চর্চার জন্য...