তোমাদের উলঙ্গ শহর
তোমাদের উলঙ্গ শহরে আমি এক নর্তকী তোমাদের শহরের মুখোশ পড়া লোকের পিপাসা মেটানো আমার কাজ,আমার শরীরে পবিত্রতা বলতে,বিন্দুমাত্র কোন কিছুই নেই,শরীরের সবটুকু অংশ ওরা চেটে নিয়েছে!আমি আজ শুধু নর্তকী নই একটা বেশ্যা ।আমি চেযয়েছিলাম নিজেকে সুন্দর করে সাজাতেকিন্তু তা আর হয়ে উঠেনি,কারণ তোমাদের শহরের লোকের চোখনর্দমার স্তুূপের মতো--ওরা আমাকে বানিয়ে নিলো এক আধারের মেঘ!যখন ইচ্ছে তখনই আমাকে নিয়ে খেলা করেদুরন্ত...