বিনিদ্রায় প্রার্থনায় আঁখি মশগুল
আবুল খায়ের বুলবুলরাত্রির ঠোঁট খুঁজে জোছনা প্লাবনআঁধার ছিঁড়িয়া জোনাকির পাখা নিষ্প্রভরোদের প্রত্যাশা ভোরের সোনালী সূর্যদী ও পুকুরের জল স্পার্কের প্রতীক্ষায়।সুবহসাদিক অপেক্ষার প্রহরগুনে মুমিনের দুহাতদিগন্ত থেকে দিগন্তেছড়াতে প্রশান্তির সুরবেদনারা শান্তি খুঁজে বেড়ায় সুখের কাছেপল্লবিত হয় মন নি;শ্বাসে প্রশ্বাসে।বিরহ মিলিত হতে চায় ভালোবাসা বিশ্বাসের শরীরেঅবগুন্ঠিত স্বপ্ন ঢাকনা খুলে অসীম সাহসে।বাতাস খুঁজে বেড়ায় ধূলোবালি বৃক্ষের পত্ররাজিছড়াতে গৌরব যেন মুহূর্তের ছোঁয়ায়।ডাহুক অপেক্ষায় থাকে দিনের...