বাংলা কবিতায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
কারার ঐ লৌহকপাট,ভেঙ্গে ফেল, কর রে লোপাট,রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।ওরে ও তরুণ ঈশান!বাজা তোর প্রলয় বিষাণ! ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।
জন্মলগ্ন থেকে মানুষ স্বাধীন সত্তা নিয়ে বেঁচে থাকতে চায়।পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত বিহঙ্গের মতো মন আকাশে উড়তে চায়।বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ ঘটনা আমাদের মুক্তিযুদ্ধ।বিদেশি বেনিয়া ও শাসকচক্রের হাতে বারবার পরাজিত হয়েছে বাঙালি জাতি।বন্ধন মুক্তির প্রচেষ্টা ছিল অব্যাহত, বাংলা মায়ের...