আলো আঁধারের গল্প
পৃথিবীর মানুষগুলো সেইতো কবেই মরে গেছেএখন পড়ে আছে জীবিত লাশগুলো বিবেক বিবর্জিত মানুষ কি সত্যিই বেঁচে আছে ?নাকি বেঁচে থাকার অভিনয় এগুলো মৃত্যুসম জীবনকে নিয়ে মানুষ বাহাদুরী করছেঅথচ চোখ বুজলে সবই এলোমেলো বিবেকের দরজা কি আজ আদৌ খোলা আছেনাকি একান্ত নিজস্ব ভ্রান্তি এগুলো ?ভয়টা চৌকাঠে আটকে দেখো সামনে কি আছেচৌকাঠ পার হলেই দেখবে আলো ।