আমার নামাজ আমার অনুভূতি
আমার পবিত্রতা থেকে শুরু করে আমি এতক্ষন পর্যন্ত নামাজে বিভিন্ন পর্যায় শেষ করলাম। আমি আমার মাওলার সামনে চুড়ান্ত বিনয় প্রকাশে পূর্বে আমার মাথা অবনত করতে চাই। এই মাথা নোয়ানোর আগে আবার তাঁর বড়ত্ব শ্রেষ্ঠত্য ঘোষনা করতে চাই। শয়তানকে আরো একবাব কাবু, নাস্তানাবুদ করে দিতে চাই। তার হিম্মত ও কোমড় ভেঙ্গে দিতে চাই। আমি তাই মাথা নত করার সময় আবার বলে...