রোজার শিক্ষায় আলোকিত হোক সবার জীবন
রোজা ফারসি শব্দ। রোজাকে আরবি ভাষায় ‘সাওম’ বহুবচনে ‘সিয়াম’ বলা হয়। আল কুরআন ও হাদিসে রোজাকে সাওম বলা হয়েছে। এর আভিধানিক অর্থ হলো কোনো কিছু থেকে বিরত থাকা, বিরত করা, সংযম, নিয়ন্ত্রণ, দূরে থাকা, সংযত হওয়া, কোনো কিছুকে পরিত্যাগ করা, বারণ করা বা ফিরিয়ে রাখা, অবিরাম চেষ্টা-সাধনা ইত্যাদি। সাওম মানুষকে পানাহার ও যৌনাচার থেকে বিরত রাখে, নফসকে বারণ করে এবং...