বাংলাদেশের কাছে বিধ্বস্ত হলো তুর্কমেনিস্তান
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হলো তুর্কমেনিস্তান। শুক্রবার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে হারায় স্বাগতিক বাংলাদেশের মেয়েরা। বিজয়ী দলের হয়ে ফরোয়ার্ড আকলিমা খাতুন ও মিডফিল্ডার স্বপ্না রানী দুটি করে গোল করেন।
শুক্রবার বসন্তের পড়ন্ত বিকেলে মৃদুমন্দ হাওয়ায় কমলাপুর স্টেডিয়ামে দর্শক সংখ্যা নেহায়েত কম ছিল না।...