ইসলামী নববর্ষ : পৌত্তলিকতা বর্জিত আদি ইলাহি বিধান
আরবিতে ক্যালেন্ডার কে বলা হয় ‘তকভীম’। অর্থাৎ বর্ষগণণার মাপকাঠি। কোরআনে হিসাব গণণার জন্য চন্দ্র ও সূর্য কে মাপকাঠি রূপে নির্ধারণ করা হয়েছে- চান্দ্রবর্ষ ও সৌরবর্ষ হিসাবে। বর্ষ পঞ্জীর হিসাব তা আদিকাল থেকে প্রচলিত হয়ে আসছে। তবে চান্দ্রবর্ষের হিসাব গণণা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন: নিশ্চয় আল্লাহর নিকট বিধান ও গণণার মাস বারটি, আসমান সমূহ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে। তন্মধ্যে চারটি...