শিশুর কৃমির সমস্যায় করণীয়
কৃমি একটি ক্ষতিকর পরজীবী যা আমাদের শরীরে প্রবেশ করে পুষ্টি গ্রহণ করে বেঁচে থাকে। আমাদের অন্ত্রে কোটি কোটি উপকারি ব্যাকটেরিয়া থাকে, কিন্তু এই কৃমি ক্ষতি ছাড়া কিছুই করে না। আরো ভঙ্ককর ব্যাপার- এরা অন্ত্র থেকে প্রায়ই রক্তের মাধ্যমে যকৃত, ফুসফুস এমনকি মস্তিস্কে চলে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। তাই আমাদের শিশুদের জটিল সমস্যাগুলোর মধ্যে একটি হলো কৃমির সমস্যা। শিশুদের পুষ্টিহীনতার...