ইউরিক এসিড : জটিলতা এড়াতে সচেতনতা
ইউরিক এসিডের বৃদ্ধির ফলে দেহে নানা জটিলতা সৃষ্টি হয়। ইউরিক এসিড আমাদের রক্তের এক প্রকার বর্জ্য। রক্তের অন্যান্য উপাদানের যেমন নির্দিষ্ট মাত্রা আছে তেমনী ইউরিক এসিডেরও সঠিক মাত্রা আছে। কিডনী যখন মূত্রের মাধ্যমে শরীর হতে ইউরিক এসিড বের করতে না পারে তখন রক্তে ইউরিক এসিড জমতে থাকে। আমাদের রক্তের ইউরিক এসিডের মাত্রা হলো-৩.৫ থেকে ৭.২ মিলিগ্রাম পার ডেসিলিটার। ৭.২ এর...