আল্লাহর অস্তিত্বের প্রমাণ তাঁর সৃষ্টির মাঝে-১
এ মহাজগতে বিদ্যমান ক্ষুদ্রাতিক্ষুদ্র অনু থেকে শুরু করে সর্ববৃহৎ সৃষ্টি সবকিছুই আল্লাহ তায়ালার অস্তিত্ব প্রমাণ করে। সাতস্তর আসমান, সাতস্তর জমিন, মহাশূন্যে বিরাজমান লক্ষ-কোটি গ্রহ-তারা, সাগর-মহাসাগর, পাহাড়-পর্বত সবই মহাপালনকর্তা আল্লাহ তায়ালার অস্তিত্বের সাক্ষ্য বহন করে। আল্লাহ তায়ালা স্বয়ং তাঁর মহা সত্তা নিয়ে সন্দেহের অবকাশ দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে বলেছেন : আকাশম-লী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহর ব্যাপারে কি তোমরা সন্দেহের মধ্যে রয়েছ? (সূরা...