মুহম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়-২
কিছু ইতিহাস লেখক মুসলমান অভিযানকারী ও শাসকদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করতে বিশেষ উৎসাহবোধ করেছেন যে, ১. তারা (মুসলমানরা) নিষ্ঠুর ও অকারণে হত্যাকারী, ২. তারা বলপূর্বক ধর্মান্তরকারী, ৩. তারা মন্দির ধ্বংস ও বিগ্রহ চূর্ণকারী, ৪. তারা নারীহরণ ও নারী অবমাননাকারী। মুহম্মদ বিন কাসিমের বিরুদ্ধেও তারা এসব অভিযোগ এনেছেন। অথচ, মুহম্মদ বিন কাসিম সজ্জন, মানবিক ও সহৃদয় ব্যক্তি হিসেবে খ্যাত ছিলেন।...