কুতুবউদ্দিন আইবেক : নতুন ভারতের রাজসড়ক-২
১২০৬ খ্রিস্টাব্দে আততায়ীর হাতে নিহত হন মুহাম্মদ ঘুরী। তার যেহেতু কোনো সন্তান ছিলো না, ফলে যোগ্য ও বিশ্বস্ত সঙ্গীরা হলেন উত্তরসূরী। কিরমান-সাদকুয়ানের শাসক তাজউদ্দিন ইয়ালদুজ, উচ ও মুলতানের শাসক নাসিরউদ্দিন কুবাচা, দিল্লীর শাসক কুতুবউদ্দিন আইবেকের মধ্যে প্রতিদ্ব›িদ্বতা হয়। প্রত্যেকেই চেয়েছিলেন দিল্লীর অধিকার।
আইবেকের সক্ষমতার কাছে সকলেই পরাজিত হন। তারপর ক‚টনৈতিক দক্ষতা, প্রতিদ্বদ্বীদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন, সামরিক অনন্যতা ও নেতৃত্বগুণ আইবেককে...