শায়খ নাসির উদ্দীন মাহমুদ চেরাগ-ই-দেহলভী-৩
শায়খ নাসির উদ্দীন মাহমুদ চেরাগ-ই-দেহলভীর (রহ.) সর্বশক্তিমান আল্লাহর ভালবাসার খাতিরে, আসরের নামাজের পর পাঁচবার সূরা আম পাঠ করতেন। চোখের জ্যোতির জন্য: তিনি, এশার নামাযের পর দুই রাকাতে সূরা ফাতিহার পর তিনবার ইন্না আয়তানা পাঠ করতেন। তিনি বলেন, ‘দরিদ্রের পুঁজি হলো মুজাহাদা (সাধনা), তাও আন্তরিক চিত্তে, সৃষ্টির উদ্দেশ্য তাকে একজন উপাসক, তপস্বী, সাহেব-ই-মুজাহাদা হিসেবে জানার জন্য নয়, বরং এই মুজাহাদা বিশেষভাবে...