শের শাহ শুরি : প্রজ্ঞার প্রতাপ-১
শাসক শের শাহর খ্যাতির নিচে তলিয়ে গেছে তার আসল নাম। মা-বাবা তার নাম রেখেছিলেন ফরিদুদ্দীন খান। সেনাপতি ও শাসক হিসেবে প্রথমে তিনি ছিলেন শের খান। ১৫৪০ খ্রিষ্টাব্দে সম্রাট হুমাযূনকে পরাজিত করার পরে তিনি হলেন ‘শের শাহ শুরি’।
যেহেতু তিনি পশতুন শুর উপজাতি থেকে এসেছিলেন, তাই তার উপাধী শুরী। ফার্সি ভাষায় শের কথাটির মানে সিংহ বা বাঘ। উপাধিটি তিনি লাভ করেন অসাধারণ...