রাজিয়া সুলতান : উপমহাদেশে প্রথম নারী শাসক-২
মিনহাজুস সিরাজ জানান, সুলতান ইলতুতমিশ ডিক্রি জারি করলেন বটে। কিন্তু সমস্যা তৈরি হলো সুলতানের রেখে যাওয়া বিশেষ পরিষদের পক্ষ থেকে। এই পরিষদের নাম ছিল বন্দেগান-ই চেহেলগানি; অর্থাৎ চল্লিশজন নিবেদিত সেবক বা চল্লিশচক্র। তারা ছিলেন মূলত ইলতুতমিশের ক্রিতদাস। সুলতানের অনুগ্রহে তারা হয়ে উঠেন অভিজাত, প্রভাবশালী। ইলতুতমিশের আমলে তারা সেবক ছিলেন বটে। কিন্তু তার মৃত্যুর পরই তারা হয়ে উঠতে চাইলেন সর্বেসর্বা। তারা...