গিয়াসউদ্দীন তুঘলক : দূরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়ক-২
তুঘলকাবাদের স্থাপত্য ও নগরপরিকল্পনা: তুঘলকাবাদে তিনি যে নতুন রাজধানী স্থাপন করেছিলেন, সেটি ছিল চিত্তাকর্ষক এক স্থাপত্য কীর্তি। একটি সুপরিকল্পিত বিন্যাস ছিলো শহরে। একটি বিশাল দুর্গ একে পাহারা দিচ্ছিলো। দুর্গটি ছিলো উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত এবং বেশ কয়েকটি চিত্তাকর্ষক গেটওয়ে এবং জলাধার ছিলো তাতে। তুঘলকাবাদের মহিমা ছিলো দিল্লী সালতানাতের উন্নয়নের বিঘোষক। এর সর্বত্রই ছিলো একটি শক্তিশালী ও প্রভাবশালী রাজধানী প্রতিষ্ঠার আকাক্সক্ষার...