পীর-আওলিয়াদের প্রতি ইলতুতমিশের অশেষ ভক্তি ও শ্রদ্ধা-২
সুলতান ইলতুতমিশ আলেম-ওলামা ও পীর-আওলিয়াদের ভক্তি-শ্রদ্ধাই করতেন না, বরং তাদের অনুসরণও করতেন। ব্যক্তিগত জীবনে ইসলামের অনুশাসন-অনুশীলনের ক্ষেত্রে তিনি এতটুকু গাফিলতিও অপছন্দ করতেন। তিনি কোনো কোনো কাজ করার আগে আলেম-ওলামা ও পীর-আওলিয়াদের বিশেষ করে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির পরামর্শ নিতেন। এরকম একটি ঘটনার বিবরণ দিয়েছেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির খলিফা শায়েখ ফরিদউদ্দিন গঞ্জেশকর। তিনি তার মুর্শিদের বরাতে বলেছেন, একবার ইলতুতমিশের একটি...