মুহম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গজয়-১
ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গজয় ইতিহাসে একটি মোড় পরিবর্তনকারী ঘটনা। তার এ ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে বাংলায় রাজনৈতিকভাবে ইসলাম প্রতিষ্ঠার সূচনা হয়। বঙ্গজয়ের আগে তিনি বিহার অধিকার করেন। কুতুব উদ্দিনের আনুগত্য পোষণকারী ইখতিয়ার উদ্দিন মুহম্মদ তারই অনুমোদন ক্রমে বিহার ও বঙ্গবিজয়ে মনোনিবেশ করেন। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের গরমশীর জেলার দস্ত-মার্গ এলাকায় ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজির জন্ম। জাতিতে তুর্কি-খলজি...