মুহম্মদ বিন তুঘলক : কালের চেয়ে অগ্রসর-৪
কিছু গ্রন্থে সুলতানের উদ্ভট মানসিকতাকে তুলে ধরবার জন্য তিব্বত অভিযানের পরিকল্পনার কথা বলা হয়েছে। তিনি নাকি তিব্বতে অভিযান করতে চেয়েছিলেন বিজয়ী ভাবমূর্তি প্রতিষ্ঠার জন্য। কিন্তু সেখানে অভিযানের কোনো পরিকল্পনা তার ছিলো, এমন তথ্য ইতিহাসে নেই।
১৩৩০ খ্রিস্টাব্দে সুলতান মুদ্রা ব্যবস্থাকে ঢেলে সাজাবার পরিকল্পনা বাস্তবায়ন করেন। দু’শ গ্রেনের স্বর্ণ মুদ্রা (দিনার) এবং একশ চল্লিশ গ্রেনের রৌপ্য মুদ্রা (আদলী) লেনদেনের পরিবর্তে স্বল্প ব্যয়ে...