ওসিলাহ দিয়ে দোয়া করা
আরবি ‘ওসিলাহ’ শব্দটি ‘ওয়াস্লুন’ মূলধাতু থেকে উৎপন্ন। এর অর্থ সংযোগ স্থাপন করা। পূর্ববর্তী সাহাবী, তাবেঈ ও মনীষীগণ ইবাদত, নৈকট্য, ঈমান ও সৎ কর্মের দ্বারা ওসিলাহ শব্দের ব্যাখ্যা করেছেন। এ প্রসঙ্গে হযরত হুযায়ফা (রা.) বলেন : ওসিলাহ শব্দ দ্বারা আনুগত্য ও নৈকট্য বুঝায়। ইবনে জারীর (রহ.) আল্লামা আতা, মুজাহিদ ও হাসান বসরী (রহ.) থেকে এ অর্থই বর্ণনা করেছেন। ওসিলাহ শব্দের তাফসীরে...