কেউ একজন
মোবাইলের টর্চটা জ্বালিয়ে তরকারি গরম করছি কিচেনে। কিচেনের বাল্ব বেডরুমে সেট। ডাইনিং এর আলো ভালো মতোই আসে তাই আর অসুবিধে হচ্ছে না। কিন্তু গত পরশু ডাইনিং এর বাল্বটাও ফিউজ হয়ে গেছে। আমার স্বামী তিতুম। নতুন ব্যবসা শুরু করেছে। তাই খুব বেশি পরিশ্রম করতে হচ্ছে ওর। কোনমতে বাজারটা করার অবকাশ পাচ্ছে মাত্র। আমার শরীরটাও তেমন একটা ভালো যাচ্ছে না যে আমি...