সম্পত্তির ভাগ
মনু মোল্লা সাহেব মারা যাচ্ছেন। মানে, তিনি আজ কাল -পরশু -তরশু’র মধ্যে মারা যাবেন। যেকোন সময়ে তার মৃত্যু হতে পারে। এজন্য অবশ্য চূড়ান্তভাবে কোনো দিন তারিখ ঠিক করা নেই। তবে তার মৃত্যুর দিনক্ষণটা একমাত্র উপরওয়ালার হাতে। তার শরীরের অবস্থা মোটেই ভালো নয় বলেই লোকজন এসব অনুমান করে থাকে। এতদিন তিনি শহরের এই বাড়ীটাতে প্রায় একাকী বসবাস করতেন বলা চলে। নিকটাত্মীয়...