তোমাকে ছাড়া
তোমাকে ছাড়া আমি একাকিত্বে জমে যাইবরফের মতো স্রোতবিহীন জলের মতো। তোমাকে ছাড়া আমি বিষাদের বানে ভাসিঅসহায়ের মতো—ডানা ভেজা পাখির মতো। তোমাকে ছাড়া আমি আঁধারে তলিয়ে যাই নৈঃশব্দ্যে অমাবস্যার মতো—ব্যথা বুকে ক্লান্ত শহরের মতো। তোমাকে ছাড়া, আমার সারাবেলাই দুপুর লাগে মেঘবিহীন খরার আকাশ আর জলবিহীন মরা নদীর মতো।
তোমাকে ছাড়াআমার ভীষণ হাঁসফাঁস লাগেকদমহীন বর্ষা আর শিমুলবিহীন বসন্তের মতো।