পণ্ডিতমশাই
ষোল বছর বয়সী এক কিশোর বিদ্যার্জনের তুমুল ইচ্ছা নিয়ে গমন করলেন রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে। আলাপকালে সুরসিক রবীন্দ্রনাথ কিশোরটিকে রস করে বললেন ‘তোমার মুখ থেকে তো কমলালেবুর গন্ধ আসছে’। হ্যাঁ, কমলালেবুর অঞ্চল সিলেটের সেই কিশোরটির নাম সৈয়দ মুজতবা আলী।সৈয়দ মুজতবা আলী আজীবন কমলালেবুর সুগন্ধ আর সুমিষ্ট রস বিলিয়ে গেছেন তাঁর প্রতিটি লেখায়। যদিও তিনি বহুভাষাবিদ, গল্পকার, ঔপন্যাসিক ও অনুবাদক তবে তাঁকে...