কবি জীবনানন্দ দাশ
কবি জীবনানন্দ দাশ ছিলেন একজন কাল সচেতন ও ইতিহাস সচেতন কবি। আধুনিক কাব্য কলার বিচিত্র ইজম প্রয়োগ ও শব্দ নিরিক্ষার ক্ষেত্রে ও তার অনন্যতা বিস্ময়কর। বিশেষতঃ কবিতার উপমা প্রয়োগে জীবনানন্দের নৈপূন্য তুলনাহীন। কবিতাকে তিনি মুক্ত আঙ্গিকে উর্ত্তীন করে গদ্যের স্পন্দন যুক্ত করেন, যা’পরবর্তী কবিদের প্রবল ভাবে প্রভাবিত করেছে। জীবন বোধকে নাড়া দিয়েছে।
কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফ্রেব্রæয়ারী বরিশালে জন্মগ্রহন...