চালতাফুলের কবি : জীবনানন্দ দাশ
বাংলাদেশের কবিতা প্রধানত জীবনানন্দ দাশের কাছ থেকেই চেতনার রূপ -রস- নির্যাস নিয়ে বেড়ে উঠেছে। আধুনিক বাংলা কবিতার রাজপুত্তুর ডালিমকুমার তিনি।একজন চালতাফুলের কবির নাম জীবনানন্দ দাশ। বাংলাদেশের আধুনিক কবিতা উৎসে ঋণী কবি জীবনানন্দ দাশের কাছে।ভাষা আন্দোলনের পরে যে কবিতাপ্রবাহ ফল্গুধারায় উৎসারিত হয়ে ওঠে - তা জীবনানন্দ - গঙ্গোত্রী থেকে উপনদীর মতোই নেমে এসেছে। জীবনানন্দ দাশ বেড়ে উঠেছেন প্রকৃতির বক্ষসংলগ্ন নিবিড়তম সান্নিধ্যে।...