পল ভ্যালেরি ও তার কাব্যসাহিত্য
বিংশ শতাব্দীর অন্যতম প্রধান ফরাসি সাহিত্যিক পল ভ্যালেরি। তার পুরো নাম অ্যামব্রোইজ পল টুসাইন্ট জুলস ভ্যালেরি(৩০ অক্টোবর, ১৮৭১) সালে সেতে, ফ্রান্সে জন্মগ্রহণ করেন। তার মা একজন জেনোইজ ইস্ট্রিয়া বংশদ্ভূত এবং বাবা কর্সিকান। মন্টপেলারে শৈশব অতিবাহিত করার পর ১৮৮৯ সালে তিনি আইন নিয়ে পড়াশোনা করার জন্য প্যারিসে বসবাস শুরু করেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি সাহিত্য জগতের কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের সাথে পরিচিত হন।...