সুন্দর ও অর্থপূর্ণ নাম রাখার প্রয়োজনীয়তা
আল্লাহ্ তায়ালা পবিত্র কুরআন শরীফে বিভিন্ন নবী রাসূলকে তাদের নাম নিয়ে ডাক দিয়েছেন। কুরআনের যে আয়াত সর্বপ্রথম নাযিল করা হয়েছে, সেখানেও আল্লাহপাক নামের উপর গুরুত্ব দিয়েছেন। আল্লাহ বলেন- পড়, তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। হযরত আবু দারদা (রা:) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা:) বলেন-কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নামে এবং তোমাদের পিতার নামে। অতএব, তোমাদের নামগুলো সুন্দর করে রাখো(...