সিরাতচর্চায় ভাষা-সাহিত্যের গুরুত্ব
কবি ও কবিতার জন্য ভূবনখ্যাত এক জনপদ মক্কার শ্রেষ্ঠ গোত্র কুরাইশে (৫৭১ খ্রিস্টাব্দে) জন্মেছিলেন মহানবি সা.। সময়টা ছিল খুব অ¯ি’র কিš‘ তিনি ছিলেন পাপ-পঙ্কিল অন্ধকার পৃথিবীতে আলোক বি”ছুরিত এক দ্যুতিময় ব্যক্তিত্ব। কি মেধায়, কি মননে, কি ভাষায়, কি আচরণে, সর্বত্র অনুকরণীয় ব্যক্তিত্ব। ফলে যেখানে সুন্দরের উপ¯ি’তি সেখানে তাঁর উৎকৃষ্টতা। যেখানে সভ্যতার বাহাদুরি সেখানে তাঁর উত্তমত্তা। যেখানে ভাষার উন্নিত করণে বছর...