জুমার নামাজ আদায়ে আদবরক্ষা
আল্লাহ তা’আলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন- (১) ‘আমি জ্বীন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য’- সূরাঃ আয-যারিয়াত, (২) ‘তাদের কেবল একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে’- সূরাঃ বাইয়্যিনাহ। নবী করিম (দ.) নূরানী জবান মুবারকে ইরশাদ করেছেন, (১) ‘প্রত্যেক আমল বা কর্ম নিয়্যতের উপর নির্ভরশীল’, (২) ‘প্রত্যেকটি বিদ’আত গোমরাহী’। ইসলাম কোন ব্যক্তিসত্তার মনগড়া মানবধর্ম নয়। ইসলাম ধর্মের...