মুসলিম পরিবারের রূপরেখা ও বর্তমান অবস্থা
নারী পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ সময়টা হচ্ছে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন থেকেই পরিবারের সৃষ্টি। শহর ও গ্রামে সর্বত্র স্বামী স্ত্রী ও সন্তান নিয়ে একক পরিবার বিদ্যমান। পরিবার গঠনের পূর্ব শর্ত হচ্ছে বিবাহ। সমাজে বিবাহ বন্ধন দুভাবে প্রচলিত। এক. মুসলিম নিয়ম অনুযায়ী। দুই. সম্পর্কের বিয়ে। সম্পর্কের বিয়ের মূলে রয়েছে আবেগময়তা। ক্ষেত্র বিশেষে আবেগ হয় জীবনের বড় শত্রু। আবেগের চরম পরিণতি কখনো...