ইসলামে ইমামের অনন্য মর্যাদা
ইমামতি অত্যন্ত মর্যাদাপূর্ণ দায়িত্ব, ইমাম সর্বস্তরের মানুষের সম্মান ও শ্রদ্ধার পাত্র। আমাদের নবি কারিম সা. ও ইমাম ছিলেন। যতদিন বেঁচে ছিলেন এই মহান দায়িত্ব তিনিই পালন করেছেন। আর যুগে যুগে যারাই এই মহান দায়িত্ব আঞ্জাম দিবে তারা নবিজির দোয়া লাভে ধন্য হব। ইরশাদ হয়েছে, ‘ইমাম হলেন (সালাতের সার্বিক) জিম্মাদার। আর মুয়াজ্জিন হলেন আমানতদার। হে আল্লাহ, ইমামদের সঠিক পথ প্রদর্শন করুন...