চট্টগ্রামের শহর কুতুব শাহ্ আমানত (র.)
চট্টগ্রাম বাংলাদেশের একটি সুপরিচিত নাম। সাগর, পাহাড়, নদীর এক অপরূপ সৌন্দর্যের উপর ভর করে দাড়িঁয়ে আছে বারো হাজার বছরের পুরানো শহর চট্টগ্রাম; যাঁকে ইতিহাসবিদরা মদীনাতুল আউলিয়া বলে আখ্যায়িত করেছেন। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী-ও। সেই প্রাচীনকালেও সমুদ্র পথের বাণিজ্যিক জাহাজগুলো-ও চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করতো। শিল্প, বাণিজ্য, ইতিহাস, ঐতিহ্যের মতো ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অঞ্চলের গৌরাবান্বিত ইতিহাস রয়েছে। রাসূল (দ.)’র সাহাবাদের পদধূলিতে ধন্য...