‘কবর’ অনন্ত যাত্রার প্রথম স্টেশন
মজবুত দালান-কোঠা, লৌহ কপাট ও নিশ্চিদ্র অজেয় দুর্গ যা-ই গড়ে তুলুন না কেন, আপনাকে আমাকে ফিরে যেতে হবে। সুন্দর পৃথিবীর সকল মায়া-মমতা ও ভালবাসাকে ছিন্ন করে ছেড়ে যেতে হবে। এখানে অনন্তকাল অবস্থান করার কোন সুযোগ নেই। পৃথিবীর সকলকেই যেতে হয়, যেতে হয়েছে। পৃথিবীর কোন শক্তি নেই আপনাকে আটকাবার। ¯েœহময়ী ও মমতাময়ী মা চলে গেছেন, মায়ের সাথে দরদী বাবাও চলে গেছেন।...