পড়লেও এ-প্লাস না পড়লেও এ-প্লাস!
কয়েকজন মেধাবী শিক্ষার্থী দুঃখ প্রকাশ করে বলে, কষ্ট করে পড়া লেখা করে কী হবে? অমুকে ৬ষ্ঠ থেকে দশম নির্বাচনী পরীক্ষায় কখনও সন্তোষজনক ফলাফল করতে পারেনি। কিন্তু এসএসসি পরীক্ষায় সে এ-প্লাস আমিও এ-প্লাস। জিজ্ঞেস করলাম, ‘এটা কীভাবে হলো?’ বলল, ‘শিক্ষকরা হলে ঢুকে ইংরেজি গ্রামারের সব উত্তর বলে দেয় এবং হলের সকল পরীক্ষার্থী সেগুলো খাতায় তুলে। এখানে ভালো মন্দের বিচার নাই। যেগুলো...