জলবসন্ত : প্রয়োজন সতর্কতা
শীতের পরে এই সময়ে গরমের শুরুতে আমাদের দেশে সবচেয়ে বেশি যে রোগটির প্রকোপ দেখা দেয় তা হলো জলবসন্ত বা চিকেন পক্স। তবে বছরের যে কোনো সময়ই এ রোগটি দেখা দিতে পারে। এটি অত্যন্ত ছোঁয়াছে রোগ। হারপিস ভাইরাস গোত্রের জীবাণুর নাম ভারিসেলা জোষ্টার। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ৯০০ শতাব্দীতে এটাকে এক ধরনের গুটি বসন্ত বলে অবিহিত করা হয়। ১৭৬৫ সালে বিজ্ঞানী ভোগেন...